kolkata

1 day ago

Mamata Banerjee : ‘‘শিক্ষকরা স্কুলে যাবেন, এটা বড় স্বস্তির খবর”, সুপ্রিম কোর্টের রায়ে মন্তব্য মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা : রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল, যাঁরা ‘দাগি’ (টেন্টেড) বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। সেই আর্জিতে পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যাকে প্রথমে ‘সাময়িক স্বস্তি’ বলেও পরে ‘বড় স্বস্তি’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন (রিভিউ পিটিশন) করেছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ।  নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকরা স্কুলে যাবেন। এটা বড় স্বস্তির খবর। একটা স্বস্তি হলে তার উপর ভবিষ্যতের স্বস্তি নির্ভর করে।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি, এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না। আমি মানুষের কাজে ভুল করি না। নিজের কাজে ভুল করলেও মানুষের কাজে আমার ভুল হয় না।’’

You might also like!