দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছরে ‘বিগবস’ রিয়েলিটি টিভি শো(Big Boss Reality show) ওটিটি(OTT)-তে মুক্তি পায়নি। আর তাতেই দর্শকদের অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত হয়েছে। প্রতিবছরই ভক্তদের জন্য সলমান খানের এই জনপ্রিয় রিয়ালিটি শো দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসে। শোনা যাচ্ছে আসন্ন ‘বিগবস ১৯'(BIG BOSS 19) এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে পারে এআই পুতুল(AI Doll)।
''আরবে তৈরি হাবুবু ডলস সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয়। এবার সেই পুতুলেরই রোবোটিক সংস্করণ দেখা যাবে বিগ বস হাউজে।'' নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, হাবুবু শুধু বিগ বসের ‘হাইজিন’ বজায় রাখবে না, বরং অন্য প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাতেও অংশ নেবে। এতে করে গেমের ভেতরে আসবে এক নতুন মাত্রা।
বিগ বস-সংক্রান্ত খবরের জন্য জনপ্রিয় পেজ 'বিগবস খাবরি' জানিয়েছে, ''হাবুবু শুধুমাত্র এআই প্রযুক্তিতে তৈরি নয়, বরং তার স্টাইল, গয়না, লেহেঙ্গা থেকে শুরু করে চোখের ডিজাইন পর্যন্ত সবকিছুই অত্যন্ত যত্ন নিয়ে প্রস্তুত করা হয়েছে।'' জানা যাচ্ছে, হাবুবুর চোখ থাকবে বড়, পোশাক হবে গোলাপি লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই সোনার গয়না ও চোখের সামনে একটি ভাইসর—যা তার চেহারায় রোবোটিক ফিনিশ দেবে।
শোনা যাচ্ছে, হাবুবু-ই হতে চলেছে বিগ বস ১৯-এর প্রথম এন্ট্রি। ঘরে ঢুকে সে বাকি প্রতিযোগীদের সঙ্গে আলাপ করবে এবং সম্ভাব্য টাস্কেও অংশ নেবে। হাবুবুকে ঘিরে কীভাবে গেমপ্লে সাজানো হচ্ছে, তা দেখতে উৎসাহী দর্শকরা।
যদিও অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি, তবে গুঞ্জন বলছে শোয়ের নির্মাতারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কিছু নামী মুখের সঙ্গে। ''তালিকায় আছেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা লুলিয়া ভান্তুর, জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরব খান্না (অনুজ কাপাডিয়া চরিত্রে অনুপমা ধারাবাহিকে) এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরি।''