Country

2 hours ago

Patna Murder Case: পাটনায় ব্যবসায়ীকে গুলি করে খুন, নমুনা সংগ্রহ ফরেনসিক দলের

Tap to unmute Businessman-BJP Leader Gopal Khemka Shot Dead In Front Of Patna House
Tap to unmute Businessman-BJP Leader Gopal Khemka Shot Dead In Front Of Patna House

 

পাটনা, ৫ জুলাই : বিহারের রাজধানী পাটনায় খুন হলেন এক ব্যবসায়ী। নিহতের নাম - গোপাল খেমকা। গোপাল খেমকাকে তাঁর পটনার বাড়ির সামনে শুক্রবার রাতে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আততায়ীকে এখনও ধরতে পারেনি পুলিশ। সিসিটিভি ঘেঁটে তাঁকে চিহ্নিত করার কাজ করছে। ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে হত্যার বিষয়ে পুলিশ সুপার (পাটনা) দীক্ষা বলেছেন, "৪ জুলাই রাত ১১টা নাগাদ আমরা খবর পাই, গান্ধী ময়দানের দক্ষিণ এলাকায় ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে হত্যা করা হয়েছে। অপরাধস্থলটি সুরক্ষিত করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। একটি গুলি এবং গুলির খোল উদ্ধার করা হয়েছে।" শনিবার সকালে ঘটনস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।


You might also like!