হাওড়া, ২ জুলাই: হাওড়া শহরের একেবারে প্রাণকেন্দ্রে সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া পুরনিগমের ভিতরে আচমকাই ভেঙে পড়ল একটি গাছ। তাতে চাপা পড়ে মৃত্যু হল দুজনের।
জানা গেছে, মৃত দুজনেই পুরসভারই কর্মী। আহত হন আরও একজন কর্মী। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই তিনজনই পুর চেয়ারম্যানের ঘরের উল্টোদিকে বসে চা খাচ্ছিলেন। আচমকাই ইউক্যালিপট্যাস গাছ ভেঙে পড়ে তাঁদের উপরে। ঘটনাস্থলেই মারা যান উমেশ মাহাতো ও মহম্মদ নূর ইসলাম নামে দুই পুরকর্মী। গাছের নীচে চাপা পড়ে জখম হন আরও এক পুরকর্মী। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃত দু’জনই পুরসভার নিরাপত্তা রক্ষী ছিলেন। এই দুর্ঘটনার খবর পেয়েই পুরসভায় চলে আসেন পুর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। পুরসভার অনেক কর্মীই জানিয়েছেন, ইউক্যালিপটাস গাছটি দীর্ঘদিন ধরেই হেলে পড়েছিল। ঝুঁকে ছিল রাস্তায়। বিষয়টি নাকি কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, যদি গাছটি অফিস টাইমে ভেঙে পড়ত, তাহলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়। পুরসভার গাফিলতিতেই দু’জন কর্মীর জীবন গেল। বহুবার বলা হয়েছিল গাছটি বিপজ্জনক, কিন্তু কেউ কান দেয়নি।