কলকাতা, ২ ডিসেম্বর: থমকে গিয়েছে শীত, উধাও ঠান্ডা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের পরশ 'নিখোঁজ' হয়ে গিয়েছে। ঠান্ডা বাড়ার তো দূরের কথা উল্টে পারদ চড়ছে তিলোত্তমায়, একই অবস্থা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে শীত প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। যার জেরে শহরে শীতের আমেজ থমকে গিয়েছে। আবহাওয়ার বদল ঘটতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পুরোপুরি মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন-চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাকি জেলাতে একইরকম শুষ্ক আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।