Country

6 hours ago

Anurag Thakur slammed Congress: পাকিস্তানপন্থী কংগ্রেসের মুখোশ আবারও উন্মোচিত,অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : পাকিস্তানের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি দাবি করেছেন, পাকিস্তানপন্থী কংগ্রেসের মুখোশ আবারও উন্মোচিত হয়েছে। পহেলগামে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতার মন্তব্যের সমালোচনা করে মঙ্গলবার অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "কংগ্রেস কেন পাকিস্তানকে সমর্থন করছে? ভারতীয়দের রক্তপাত দেখে কি তাঁদের রাগ না? তাদের নেতা এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সাইফুদ্দিন সোজ আমাদের অনুরোধ করেন, পাকিস্তান যখন বলে যে তারা হামলায় জড়িত নয়, তখন তাদের কথা শুনতে এবং পাকিস্তানে জলের প্রবাহ বন্ধ না করতে। কংগ্রেস কার পাশে দাঁড়িয়ে আছে? ভারত না পাকিস্তান? এমনকি ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক চালায় তখনও কংগ্রেস প্রশ্ন তুলেছিল। খুব অল্প সময় কেটে গেছে এবং কংগ্রেস ইতিমধ্যেই ভারতকে নিয়ে প্রশ্ন তোলা এবং পাকিস্তানের পক্ষ নেওয়া শুরু করেছে। পাকিস্তানপন্থী কংগ্রেসের মুখোশ আবারও উন্মোচিত হয়েছে। কংগ্রেস নেতারা সব ধরণের বিবৃতি দিচ্ছেন এবং দলীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।"


You might also like!