কলকাতা, ১৫ সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ বদলের নির্দেশের প্রেক্ষিতে গত চার দিন ধরে বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে। শুক্রবার সেই বিক্ষোভ সামলাতে আরজি করে হাজির হলেন রাজ্যের শাসকদলের মুখপাত্র তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন। তাঁর সঙ্গে ছিলেন সমিতির প্রাক্তন প্রধান তথা শাসকদলের নেতা সুদীপ্ত রায়ও।
শহরের পাঁচটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অন্যতম হল আরজি কর। সেখানকার পড়ুয়া চিকিৎসকদের বিক্ষোভের জেরে গত চার দিন ধরে নিজের ঘরেই ঢুকতে পারেননি কলেজের নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘরের দরজা বন্ধ রেখে তার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন আরজি করের পড়ুয়া চিকিৎসকদের একাংশ।
তাঁদের দাবি, সরকারি নির্দেশে সায় নেই তাঁদের। বিদায়ী অধ্যক্ষকেই আবার ফিরিয়ে আনতে হবে ওই পদে। যদিও পড়ুয়া চিকিৎসকদের অন্য অংশটির দাবি, তাঁরা সরকার নিয়োজিত নতুন অধ্যক্ষকেই স্বাগত জানাতে চান। কারণ বিদায়ী অধ্যক্ষ বিভিন্ন বিভাগের মধ্যে বিভাজন করতেন।
পড়ুয়াদের এই দু’টির দলের মধ্যে দাবি এবং পাল্টা দাবির জেরে গত চার দিন ধরে টানা বিক্ষোভ চলছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল চত্বরে। যার ফলে গত সোমবার নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিলেও শুক্রবার পর্যন্ত হাসপাতালের সুপারের ঘরেই বসতে হয়েছে আরজি করের নতুন অধ্যক্ষ মানসবাবুকে। বিক্ষোভের জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের প্রশাসনিক কাজকর্মও। শুক্রবার সেই ‘অচলাবস্থা’ কাটাতেই ঘটনাস্থলে যান শান্তনুবাবুরা।