Country

4 hours ago

ICSE and ISC results to be declared on Wednesday: বুধবার আইসিএসই এবং আইএসসি-র ফলপ্রকাশ

ICSE and ISC results to be declared on Wednesday
ICSE and ISC results to be declared on Wednesday

 

নয়াদিল্লি, ৩০ এপ্রিল:   দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলপ্রকাশ হবে বুধবার। একথা জানিয়েছে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন কর্তৃপক্ষ। www.cisce.org, results.cisce.org, digilocker পোর্টালের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইসিএসই’র দশম শ্রেণির পরীক্ষা। চলে ২৭ মার্চ পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। জানা গেছে, ফলাফল পূনর্মূল্যায়নের জন্য ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিটি বিষয়ের জন্য পুনর্মূল্যায়নের ফি এক হাজার টাকা। ৪ মে পর্যন্ত পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে।

You might also like!