Video

11 hours ago

VRPs District Conference | কালনায় অনুষ্ঠিত হলো ভিআরপিদের জেলা সম্মেলন

 

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশ গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপিদের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কালনা দু'নম্বর কিষান মান্ডি সংলগ্ন কালনা মানসী লজে শনিবার দুপুরে। ভিআরপিদের মূলত কাজ সোশ্যাল অডিট করা, এর পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজে নেমেছেন দীর্ঘদিন ধরে, আজকের সম্মেলনে তাদের মূল দাবি ছিল তাদের রুটি-রুটি সন্ধান করে দিতে হবে। তাদের কন্টাক্টচুয়াল থেকে পার্মানেন্ট স্টাফ করতে হবে। পাশাপাশি ৬৫ বছর পর্যন্ত তাদের কাজের সুযোগ করে দিতে হবে, এবং সময় মতন তাদের যেন মাসিক পেমেন্ট হয় তারও দাবি তুলেছেন এদিন তারা। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন vrp শাখার রাজ্য সভাপতি মিজানুর রহমান, VRPপূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সমীর রায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু, কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল, সহ বিশিষ্ট জনেরা।

You might also like!