Game

1 day ago

Concacaf Champions Cup: ঘরের মাঠে হেরে বিদায় নিল মেসির মায়ামি

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ১ মে  : বৃহস্পতিবার সকালে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। প্রথম লেগে হেরেছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল তারা। প্রথম লেগে হারের পর বৃহস্পতিবার প্রথম থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। তার ফলও মিলে যায় ম্যাচের ৯ মিনিটে। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। মায়ামি প্রথমার্ধ শেষ করে ১-০ গোলের লিড নিয়ে।

মনে হয়েছিল দ্বিতীয়ার্ধে মায়ামি ম্যাচের চিত্রটা পাল্টে দেবে। কিন্তু হলো না। দ্বিতীয় হাফে উল্টে মায়ামির উপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ৫১ মিনিটে সমতায় ফেরে তারা। গোল করে সমতায় ফেরান ব্রায়ান ওয়াইট। তার দুই মিনিট পরই আবার মায়ামির জালে বল পাঠান পেদ্রো ভিতা। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। ৭১ মিনিটে আরও এক গোল খায় মায়ামি। সাব্বি'রের পাস থেকে ভ্যাঙ্কুভারকে ৩-১এ এগিয়ে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত দুই দল আক্রমণ করেও আর গোলের দেখা পাইনি।


You might also like!