kolkata

1 year ago

Draupadi Murmu : কলকাতায় এসে পৌঁছলেন রাষ্ট্রপতি, বিমানবন্দরে গার্ড অফ ওনারে অভিবাদন

Draupadi Murmu
Draupadi Murmu

 

কলকাতা, ২৭ মার্চ : প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সোমবার বেলা বারোটা নাগাদ রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন, বিমানবন্দরে তাঁর সম্মানে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছে যাবেন ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে যাবেন এলগিন রোডে নেতাজী ভবনের এক অনুষ্ঠানে। নবান্ন সূত্রে খবর, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন শ্রীমতী মুর্মু। এরপর যাবেন রাজভবনে। বিকেল ৫টায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল ১০ টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ব ইউকো ব্যাংকের এক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এরপর যাবেন বেলুড় মঠে। ওই দিনই রাষ্ট্রপতি শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবারই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কলকাতায় গত কয়েক দিন ধরেই সাজ সাজ রব। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। শহরের একাধিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার কোথায় কোথায় যান চলাচলে রাশ টানা হবে, তা-ও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। রাষ্ট্রপতির সফরের জন্য সোমবার এবং আগামীকাল কলকাতার বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা বা নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে আজ দুপুর সোয়া বারোটা থেকে দুটো পর্যন্ত বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামীকালও একইভাবে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন, বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।


You might also like!