Country

6 days ago

Rekha Gupta: স্বচ্ছ দিল্লি লক্ষ্য, ঝাড়ু হাতে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

Rekha Gupta
Rekha Gupta

 

নয়াদিল্লি, ৬ মে : দিল্লিতে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রাজধানী দিল্লিকে স্বচ্ছ ও পরিচ্ছন্নতার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মঙ্গলবার সকালে কনট প্লেসের হনুমান মন্দির কমপ্লেক্স থেকে ২০ দিনের পরিচ্ছন্নতা অভিযান 'আমার এনডিএমসি, পরিচ্ছন্ন রাখুন'-এ অংশ নিয়েছেন। ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন এনডিএমসি-র ভাইস চেয়ারম্যান কুলজিত সিং চাহাল।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "দিল্লিতে এনডিএমসি এলাকায় নাগরিক সংস্থা এবং সরকার দ্বারা একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এটি একটি প্রতীকী এবং সমস্ত আধিকারিক এবং নেতাদের কাছে একটি বার্তা ছিল, সকলকে অংশগ্রহণ করতে হবে এবং একটি উন্নত ও সুন্দর দিল্লির জন্য রাস্তায় নামতে হবে। এটি একটি ২০ দিনের অভিযান। আমি বিশ্বাস করি, একটি পরিষ্কার দিল্লি জনগণের অধিকার। এনডিএমসি পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারের জন্য ভালো প্রচেষ্টা করেছে। আমি সকলকে এই অভিযানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি।"

You might also like!