নয়াদিল্লি, ৭ মে : অপারেশন সিঁদুরের জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর কথায়, ন্যায়বিচার প্রদান করল অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই অপারেশন সিঁদুর প্রসঙ্গে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "আমি ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের সিদ্ধান্তের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যা আমাদের দেশের ১৪০ কোটি মানুষের কাছে সম্মান অর্জন করেছে। অপারেশন সিঁদুর আমাদের বোনদের ন্যায়বিচার এনে দিয়েছে এবং ভারতের জনগণকে সন্তুষ্ট করেছে যে আমাদের সরকার এবং সেনাবাহিনী আমাদের দেশের সঙ্গে বিশৃঙ্খলা করার চেষ্টা করলেও কাউকে ছাড় দেবে না।"