kolkata

16 hours ago

WB CM Pays Tribute To Pandit Raghunath Murmu: অলচিকি লিপির উদ্ভাবক পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ মুখ্যমন্ত্রীর

Santali Writer Pandit Raghunath Murmu
Santali Writer Pandit Raghunath Murmu

 

কলকাতা, ১১ মে : প্রথিতযশা ভাষাতত্ত্ববিদ এবং "অলচিকি" লিপির উদ্ভাবক পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবসে তাঁকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, "প্রথিতযশা ভাষাতত্ত্ববিদ এবং "অলচিকি" লিপির উদ্ভাবক পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব, আমার সাঁওতাল ভাইবোনেদের জন্য তাঁর অসাধারণ অবদানকে স্বীকৃতি জানিয়ে আমাদের সরকারই তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই পথিকৃৎ পদক্ষেপ এখন অন্যত্রও অনুসৃত হচ্ছে। তাঁর নামে আমরা কলেজও করেছি। আমি আর একবার তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।"

You might also like!