West Bengal

2 hours ago

SSC Exam 2025 Tomorrow: রবিবার এসএসসি-র একাদশ-দ্বাদশের পরীক্ষা, পরীক্ষার্থী ২.৪৫ লক্ষাধিক

SSC Exam 2025 Tomorrow
SSC Exam 2025 Tomorrow

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : গত সপ্তাহেই নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ হয়েছে। বাকি রয়েছে একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা। ‌রবিবার, ১৪ সেপ্টেম্বর এই পরীক্ষায় বসতে চলেছেন ২,৪৫,৫০০ পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা ৪৭৮টি কেন্দ্রে নেওয়া হবে। নবম দশমের তুলনায় পরীক্ষার্থী এবং কেন্দ্রের সংখ্যা কম হলেও নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে চাইছে না স্কুল সার্ভিস কমিশন।

পরীক্ষার ঠিক আগে পরীক্ষার্থীদের কী কী করণীয় :

প্রথমত, অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা আবশ্যক। আবার অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকলে পরীক্ষার্থীদের সরকারি পরিচয়পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে। এছাড়াও স্বচ্ছ পেন (কালো বা নীল কালি) এবং স্বচ্ছ জলের বোতল নিয়েই শুধুমাত্র পরীক্ষার হলে ঢুকতে পারবেন। সমস্ত নথি স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে নিয়ে আসা যাবে। এ ছাড়াও ফোন বা মূল্যবান সামগ্রী পরীক্ষার্থীর ব্যাগে থাকলে তা পরীক্ষাকেন্দ্রের বাইরে রাখতে হবে।

You might also like!