সহকর্মী ASI শ্রীকান্ত মজুমদারের মেয়ে আইসিসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করেছে। তার প্রাপ্ত নম্বর 98.8, এমন কৃতি ছাত্রীকে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে ওসি পিংকি ঘোষ সংবর্ধনা প্রদান করলেন। ফুলের তোড়া, মিষ্টি, উপহার ইত্যাদি উপকরণ দিয়ে তাকে সংবর্ধনা দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন গোবরডাঙ্গা থানার আধিকারিক পিংকি ঘোষ।