Country

6 days ago

Car and bike collide in Uttar Pradesh: উত্তর প্রদেশের শাহজাহানপুরে গাড়ি ও বাইকের সংঘর্ষ, মৃত্যু ৬ জনের

Car and bike collide in Uttar Pradesh
Car and bike collide in Uttar Pradesh

 

শাহজাহানপুর, ৬ মে : উত্তর প্রদেশের শাহজাহানপুরে ইকো গাড়ি ও মোটরবাইকের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। এই দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৪ জন মোটরবাইক আরোহী ছিলেন এবং দু'জন গাড়ির আরোহী। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরের মদনপুর থানার অন্তর্গত বারখেদা জয়পাল পেট্রোল পাম্পের কাছে। পুলিশ জানিয়েছে, দ্রুতগামী মোটরবাইক ও ইকো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। চারজন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং ইকো গাড়ির দুই আরোহীও মারা যান। ঘটনায় আহত এক যুবক মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী বলেছেন, "উত্তর প্রদেশের শাহজাহানপুরের মদনপুর থানা এলাকায় একটি ইকো গাড়ি এবং একটি মোটরবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। পরে আরও ৪ জন প্রাণ হারান। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা হয়নি।"

You might also like!