kolkata

11 months ago

Suvendu Adhikari :মা-বোনেদের সম্মান বাঁচাতে লড়াই করে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১২ ফেব্রুয়ারি : “সন্দেশখালির মা-বোনেদের সম্মান বাঁচাতে যদি এ ভাবে সাসপেন্ড করা হয়, তা হলে ভয় করব না, লড়াই করে যাব।’’ বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে সোমবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘‘রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় আসেন না। আজ পর্যন্ত বিজেপি বিধায়কদের স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্নের জবাব দেন না তিনি। বিধানসভায় সন্দেশখালি নিয়ে প্রশ্নের জবাবও দেননি। প্রশ্ন তুলে আমরা সাসপেন্ড হয়েছি।”

সোমবার বিজেপি বিধায়করা 'সন্দেশখালি সঙ্গে আছি' লেখা পোশাক পরে বিধানসভায় আসেন। বিজেপি বিধায়কদের পোশাক দেখে তা খুলতে বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমন পোশাক বিধানসভায় বাঞ্ছনীয় নয় বলে মত তাঁর। কিন্তু তাঁর নির্দেশ অমান্য করেন তাঁরা। উল্টে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। এরপরই ৬ জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হন। অধিবেশন কক্ষে অসংসদীয় আচরণ করার জন্য ৩৪৮ ধারাতে সাসপেন্ড হন তাঁরা।


You might also like!