West Bengal

23 hours ago

Gangesagar: গঙ্গাসাগরে পুণ্যস্নান, সাধু-সন্তদের সঙ্গে সাগরে ডুব দিলেন অগণিত ভক্ত

Bathing in Gangesagar
Bathing in Gangesagar

 

গঙ্গাসাগর, ১৪ জানুয়ারি : কথাতেই আছে "সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার"। প্রতিবারের মতো এবারও অন্যথা হল না, মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে আস্থার ডুব দিলেন অসংখ্য ভক্ত। সাধু-সন্তদের সঙ্গে গঙ্গাসাগরে ডুব দিয়েছেন দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা। গঙ্গাসাগরে অমৃত স্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিয়েছেন ভক্তরা।

মহাকুম্ভ থাকায় এবার গঙ্গাসাগরে ভিড় তুলনামূলক একটু কম, তবুও কম বলা যাবে না। মঙ্গলবার ভোর থেকেই গঙ্গাসাগরে পুণ্যস্নান করেছেন বহু মানুষ। এরপর রীতি মেনে পুজো দেন কপিল মুনির আশ্রমে। এই মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, এয়ার অ্যাম্বুল্যান্স, ওয়াটার অ্যাম্বুল্যান্স এবং প্যারামেডিক্যাল কর্মীর বন্দোবস্ত করা হয়েছে।

You might also like!