Tripura

2 days ago

Dr. Manik Saha: আগামীতে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরা ভাল ফল করবে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : আগামী বছরগুলিতে বিদ্যাজ্যোতি স্কুলগুলির ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় আরও ভালো ফল করবে।  বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সিবিএসই পরিচালিত গত বোর্ড পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলির দশম শ্রেণিতে ৮৭ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। সিবিএসই পরিচালিত বোর্ড পরীক্ষায় পাশের হার আরও বাড়ানোর জন্য শিক্ষা দপ্তর প্রচেষ্টা চালাচ্ছে।

বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক সুদীপ রায় বর্মণের অতিরিক্ত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পঠনপাঠনের আরও উন্নতিতে শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পের গাইডলাইন অনুযায়ী শিক্ষা দপ্তর শুধুমাত্র বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির জন্য ৩০০ জন বিষয় শিক্ষক এবং ২০০ জন স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। উপযুক্ত প্রার্থীর অভাবে ১৭৯ জন বিষয় শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়েছে। এরমধ্যে সোসিওলজির ৪৪ জন, ফিজিওলজির ৩৭ জন, জিওগ্রাফির ৪৯ জন এবং ইকোনমিক্সের ৪৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই ৮৮ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির জন্য ১২৫ জন ফিজিক্যাল এডুকেশনের বিষয় শিক্ষক এবং ১২৫ জন স্কুল লাইব্রেরিয়ান পদ খুব সহসাই পূরণ করা হবে। ১১৮ জন কম্পিউটার সায়েন্সের বিষয় শিক্ষকের পদও খুব দ্রুত পূরণ করা হবে।


You might also like!