kolkata

1 year ago

Mamata Banerjee canceled her visit to Egra: সিদ্ধান্ত নিয়েও এগরা সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee CM of WB
Mamata Banerjee CM of WB

 

কলকাতা, ২৪ মে  : বৃহস্পতিবার এগরা যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, আগামী সপ্তাহে যেতে পারেন তিনি।গত ১৬ মে এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। এরই মধ্যে বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দেখা করার কথা ছিল নিহতদের পরিজনদের সঙ্গে। কিন্তু সেই সফর বাতিল হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের ইঙ্গিত পাওয়ার পরই অস্থায়ী হেলিপ্যাড তৈরির শুরু করা হয়েছিল। খাদিকুল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলিপুর গ্রামের ফাঁকা মাঠে সেই হেলিপ্যাড তৈরি করার কাঝ শুরু হয়। জায়গাটি পরিদর্শনও করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর এগরার সূচীর বদল হল, তা জানা যায়নি।

You might also like!