নয়াদিল্লি, ৩০ এপ্রিল : কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলাও আছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সমাজমাধ্যমে রাহুল লেখেন, কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আশা করি আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।