কলকাতা, ৩০ এপ্রিল : কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলাও আছে। আনন্দ পাসোয়ান নামে এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে দ্রুত দমকলের অনেক ইঞ্জিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ফিরহাদ হাকিম বলেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”