Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

International

2 years ago

"Halloween festival": ‘হ্যালোইন উৎসব’কেন পালন করা হয়? জানুন এর ইতিহাস

Halloween festival  (Symbolic Picture)
Halloween festival (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হয় এই হ্যালোউইন উৎসব। প্রত্যেক বছর আমাদের দেশে যেমন কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়, ঠিক তেমনই পশ্চিমী দেশগুলিতে পালন করা হয় হ্যালোউইন উৎসব। এমনকী তারকারও বর্তমানে মেতে ওঠেন হ্যালোইন উৎসব উদযাপনে। হ্যালোউইন' উৎসবের সঙ্গে বাঙালির 'ভূত চতুর্দশী' যথেস্ট মিল রয়েছে, তবে, দুটোই কিন্তু আলাদা উৎসব।অনেকের কাছে এই হ্যালোউইন উৎসব 'অল হ্যালোস ইভ' বা 'হ্যালোইন ইভ' নামেও পরিচিত। এই উৎসব মূলত ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের বাসিন্দারা করে থাকেন, তবে বর্তমানে এশিয়াতেও হ্যালোউইন উদযাপন করতে দেখা যায়। আর এই বিশেষ দিনে অনেকেই ভয়ঙ্কর পোশাক পরেন। কেন পালন করা হয় হ্যালোউইন উৎসব, জানুন ইতিহাস, তাৎপর্য সম্পর্কে। 

প্রায় দু’হাজার বছর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতিরা নভেম্বরের প্রথম দিনটি তাঁদের নববর্ষ হিসাবে পালন করতেন। ধূমধাম করে তারা এই দিন পালন করতেন। এই দিনটি গ্রীষ্মের শেষ ও শীতের শুরু বলে তারা মনে করতেন। তাই অক্টোবরের শেষ দিনটিকে সবচেয়ে খারাপ রাত বলতেন তারা। সেখানকার বাসিন্দারা আবার মনে করতেন, অক্টোবরের শেষ রাতে সমস্ত অতৃপ্ত আত্মারা মর্তে ফিরে আসে এবং ওই দিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি সারা আকাশ জুড়ে উড়ে বেড়ায়।এই ডাইনির সঙ্গে মানুষের দেখা হলে ক্ষতি হতে পারে তারা। তাই এই বিশেষ দিনের রাতে তাঁরা বিভিন্ন রকম ভূতের মুখোশ ও কাপড় পরে কাটাতেন। এমনকি তারা সেই আত্মাদের তাড়ানোর জন্য পশুর চামড়া থেকে তৈরি পোশাকও পরতেন। আত্মা যাতে তাঁদের কোনও ক্ষতি করতে পারে সেজন্য তারা ভগবানের কাছে বলিও দিতেন।

'হ্যালোইন’ শব্দটি এসেছে তার স্কটিশ 'অল হ্যালোস’ ইভ থেকে। হ্যালোইন শব্দটির অর্থ হল 'পবিত্র’। অল হ্যালোজ ডে 'ফিস্ট অব অল সেন্টস ডে’ নামেও পরিচিত। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই উৎসব পালন করেন বিদেশীরা।প্রত্যেক বছর অক্টোবর মাসের ৩১ সারা বিশ্বের খ্রিস্টানরা এই দিনটি পূর্বপুরুষদের স্মরণ করায় জন্য উদযাপন করে থাকেন। এদিন সাধু, মহাপুরুষ ও শহীদদের স্মরণ করা হয়। সাধুদের সম্মান জানিয়ে, যারা এখনও স্বর্গে পৌঁছাননি তাদের আত্মার শান্তি কামনার জন্যে প্রার্থনা করেন তারা।

বিশ্বের অনন্যা জায়গাতেও এই উৎসবের জনপ্রিয়তা কম নয়। এই উৎসবটি মেক্সিকোতে ডে অফ ডেড নামেও পরিচিত। যেটি সেখানকার বাসিন্দারা ১ ও ২ নভেম্বরে পালন করে থাকেন।তারাও এই দিন তাঁদের পরিবারের মৃত ব্যক্তিদের পছন্দের খাবার, ফুল, সাজগোজের জিনিস দিয়ে সম্মান জানান। চীনেও এই হ্যালোউইন উৎসব পালন করা হয়, তবে, সেখানকার এই উৎসব হ্যালোউইন উৎসব নামে প্রচলিত নয়, হাংরি ঘোস্ট নামে পরিচিত, তারাও এই দিনে তাঁদের পরিবারের মৃত স্বজনদের খাবার, তাঁদের পছন্দের উপহার দেন। এখন পশ্চিমী দেশগুলিতে হ্যালোউইন উৎসবে স্কুল, কলেজ ,অফিস ছুটি থাকে।

You might also like!