
ওয়াশিংটন, ১১ ডিসেম্বর : মার্কিন ভিসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল আমেরিকা। আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ইমিগ্রেশন প্ল্যান। এই নতুন ব্যবস্থায় ১০ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা দিলেই আবেদনকারী পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি। বুধবারে (স্থানীয় সময়) এই প্রকল্প চালু করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, “আমাদের কোষাগার এখন ফুলেফেঁপে উঠবে।” একই দিনে লঞ্চ করা হয়েছে ‘ট্রাম্প গোল্ড কার্ড’-এর আলাদা ওয়েবসাইট, যেখানে অনলাইনে আবেদন গ্রহণও শুরু হয়ে গেছে। ভিসা অনুমোদনের প্রক্রিয়া হবে দ্রুত, তবে আবেদনকারীদের প্রতিটি ধাপে গুনতে হবে মোটা অঙ্কের ফি। বড় বড় সংস্থাগুলিও এই প্রকল্পের মাধ্যমে টাকার বিনিময়ে যে কোনও বিদেশি কর্মীকে আমেরিকায় এনে স্থায়ীভাবে রেখে দিতে পারবে।
ট্রাম্প জানান, এই প্রোগ্রাম গ্রিন কার্ডের মতো হলেও সুবিধা আরও বেশি। তাঁর দাবি, প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিন ধরে চলা নিয়োগ সংকট এবার অনেকটাই কমবে। ট্রাম্পের কথায়, এতদিন অনেক প্রতিভাবান গ্র্যাজুয়েট ভিসা অনিশ্চয়তার কারণে ভারত, চিন বা ইউরোপে চলে যেতে বাধ্য হতেন। কিন্তু ‘ট্রাম্প গোল্ড কার্ড’-এর মাধ্যমে কোম্পানিগুলো এখন তাদের প্রয়োজনীয় বিদেশি কর্মীদের স্থায়ীভাবে আমেরিকায় রাখার ব্যবস্থা করতে পারবে। তিনি এ দিন দুটি আলাদা ক্যাটেগরি ঘোষণা করেন—ব্যক্তিগত এবং কর্পোরেট গোল্ড কার্ড।
