Health

15 hours ago

Chire Benefits: চিঁড়ে খেলে ডায়াবেটিস হবে জব্দ-কমবে ওজনও! জানুন উপকারিতা

Chire
Chire

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চিঁড়ে আমাদের কাছে জনপ্রিয় খাদ্য উপাদান। ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার জলখাবার হিসেবে চিঁড়ের ব্যবহার অধিক। গরমের সময়ে চিঁড়ে শরীরের জন্য কার্যকরী। দইয়ের সঙ্গে চিড়ে খেলে পেট থাকে একদম ঠান্ডা। স্বাদেও দারুণ এই চিড়ে। তাই বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কখনোই চাল অর্থাৎ ভাত সম্পূর্ণ বাদ দিতে বলেননি। তাঁরা বলেন জল খাবারে নিয়মিত চিঁড়ে রাখুন। এতে শরীরের অনেক উপকার হবে।  যাদের জল খাবারে চিঁড়ে খাওয়া সম্ভব নয়,তারা লাঞ্চে ভাতের সাথে কিছুটা চিঁড়ে রাখতে পারেন। চিঁড়ের পোলাও, ভারতীদের একটি অতন্ত্য পছন্দের জলখাবার। এর স্বাদ যেমন অসাধারণ তেমনি দেখতেও বাহারি। চিঁড়ের পোলাও সঙ্গে ধোঁয়া ওঠা চা, আর কী চাই! পাশাপাশি এটি একটি স্বাস্থ্যকর খাবারও। বিখ্যাত খাদ্য বিশেষজ্ঞ তথা সেফ সঞ্জীব কাপুর সম্প্রতি তার ইনস্টাগ্রামে এই চিঁড়ে বা পোহা নিয়ে বলতে গিয়ে বলেছেন, 'জানেন চিঁড়েতে চালের থেকেও বেশি পুষ্টি গুণ।  

চিঁড়ে একটি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের সমৃদ্ধ খাবার, এতে ৭০% কার্বোহাইড্রেট থাকে, যা মানব শরীরের জন্য উপকারি। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন,তাই এটি রক্তাল্পতায় যারা ভুগছেন তাঁদের জন্য উপকারী।নিয়মিত চালের তুলনায়, চিঁড়েতে প্রায় ৩০% কম ফ্যাটযুক্ত উপাদান থাকে, যারা ফ্যাট জাতীয় খাবার নিয়ে সচেতন তাদের জন্য এটি একটি বিকল্প খাদ্য। চিঁড়েতে একটি প্রাকৃতিক প্রোবায়োটিক হিসাবে কাজ করে, যা পাচনতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে।

You might also like!