লন্ডন, ১৬ মে: ব্রাইটনের বিরুদ্ধে বুধবার ২-১ গোলে জিতেছে চেলসি। প্রিমিয়ার লিগে ব্লুজদের এটা টানা চতুর্থ জয়। এর আগে ২০২২ সালের অক্টোবরে টানা ৪ ম্যাচ জিতেছিল তারা।চেলসির হয়ে গোল করেন কোল পালমার ও ক্রিস্টোফার এনকুনকু। যোগ করা সময়ে ব্রাইটনের হয়ে গোল করেন ড্যানি ওয়েলবেক।
এ জয় পাওয়ার পরও কনফারেন্স লিগের টিকিট নিশ্চিত করতে পারেনি চেলসি। যদি টটেনহ্যাম পরের ম্যাচে হার কিংবা ড্র করে তা হলে ভাগ্য খুলতে পারে চেলসির। তবে চেলসিকে পরের ম্যাচে জিততেই হবে।এখন ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে চেলসি। ৬৩ পয়েন্ট আছে ৫ নম্বরে থাকা টটেনহ্যামের। ব্রাইটন ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে।