প্যারিস, ৩১ জুলাই : প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা–ফ্রান্স। কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সকে নিয়ে আর্জেন্টিনার সমর্থক ও খেলোয়াড়রা যেভাবে অপমানজনক ও বর্ণবিদ্বেষী ভাষায় গান গেয়েছেন ও মন্তব্য করেছেন, তাতে ফরাসিরা ক্ষোভে ফেটে পড়েছিল। পরে এনিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হলে ফ্রান্স সরকারের কাছে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনা সরকার।
এতকিছুর পর আবারও আগামী শুক্রবার রাতে বোর্দোয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। মার্শেইয়ে মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ-এ থেকে কোয়ার্টার ফাইনালে গেছে স্বাগতিকেরা। আর লিওঁতে এর আগে আর্জেন্টিনা ২-০ গোলে ইউক্রেনকে হারিয়ে ‘বি’ গ্রুপে রানার্স হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দুটি দেশ সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে। লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।