Game

1 year ago

Philipp lahm boycott Qatar WC : মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে কাতার বিশ্বকাপ বয়কট লামের

Ex Germany captain Philipp lahm boycott Qatar WC
Ex Germany captain Philipp lahm boycott Qatar WC

 

প্যারিস, ১০ আগস্ট : কাতার মানবাধিকতার লঙ্ঘনের তালিকায় শীর্ষে থাকা একটি দেশ বলে জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিলিপ লাম কাতার বিশ্বকাপ বয়কটের ঘোষণা করেছেন। ফিফার প্রতিনিধি কিংবা দর্শক হিসেবে তিনি কাতারে গিয়ে বিশ্বকাপ দেখবেন না বলে জানিয়েছেন।

কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য নভেম্বরে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে কাতার কখনও বিশ্বকাপে জায়গা পায়নি। তাদের ফিফা র‍্যাঙ্কিং  ১১৩। এমন দেশের অর্থের কাছে নতি স্বীকার করে বিশ্বকাপের স্বত্ব দেওয়ায় ফিফার সমালোচনা করেছেন অনেকে।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা জার্মান ফুটবল ফেডারেশনের ২০২৪ ইউরো আয়োজনের টুর্নামেন্ট ডিরেক্টর লাম বলেছেন, ‘আমি কাতারে যাব না। বিশ্বকাপ ঘরে বসে দেখব। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট কোনও দেশকে দেওয়ার আগে তাদের মানবাধিকারের বিষয়টি অবশ্যই দেখা উচিত। মানবাধিকারে সবচেয়ে বাজে পারফরম্যান্স করা কাউকে বিশ্বকাপ আয়োজনের উপহার দেওয়া হলে অবশ্যই আপনার মনে বিশ্বকাপ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দেবে।’

You might also like!