Entertainment

1 year ago

Panchami Serial :পঞ্চমী ধারাবাহিকে নতুন নায়ক কে

Panchami Serial
Panchami Serial

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলসার ধারাবাহিক 'পঞ্চমী'তে (Panchami) নতুন মুখ। ইন্ডাস্ট্রির অন্দরের খবর পঞ্চমীর নায়ক রাজদীপ গুপ্তের (Rajdeep Gupta) বদলে এবার তাঁর চরিত্রে দেখা যাবে যুবরাজ চৌধুরীকে। যদিও, রাজদীপের চরিত্রে 'কিঞ্জল' নামেই তাঁকে দেখা যাবে কি না তা এখনও জানা যায়নি।

এই ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে'র সঙ্গে জুটি বেঁধেছিলেন রাজদীপ। কিন্ত আচমকাই সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। ফলে গত দেড় মাস ধরে নায়ক ছাড়াই এগোচ্ছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'পঞ্চমী'।

কিন্তু নায়ক ছাড়া কি আর সিরিয়ালের গল্প এগোয়? শোনা যাচ্ছে সেই কারণেই এবার সুস্মিতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন যুবরাজ।


You might also like!