
কলকাতা, ২৮ নভেম্বর : “আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে, অনুমোদিত বিবেচনার সংখ্যা আজ ১,০০,০০০ এর মাইলফলক অতিক্রম করেছে।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমাদের সরকারের এই প্রধান প্রকল্পে, শিক্ষার্থীদের খুব নামমাত্র সুদের হারে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হয়। সুদের ভর্তুকি/ভর্তুকির পরিমাণ সম্পূর্ণরূপে রাজ্য সরকার বহন করে। প্রকল্পটি উদীয়মান প্রতিভাদের তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে যাবে। আমাদের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি!”
Happy to share that under our Student Credit Card Scheme, the number of sanctioned cases has crossed today the landmark figure of 1,00,000.
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2025
In this flagship scheme of our Government, the students are provided education loan up to Rs 10 lakh at a very nominal interest rate.…
