Entertainment

4 months ago

Sudeepa-Agnidev : বিয়ের আগেই সহবাদ! এক ছেলের বাবা অগ্নিদেবের সাথে বিয়ে "রান্নাঘরের রানীর", সুদীপা-অগ্নিদেবের বয়সের ফারাক কত জানেন?

Sudeepa-Agnidev (Symbolic Picture)
Sudeepa-Agnidev (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় আছে, ভালবাসার কাছে বয়স শুধুমাত্র সংখ্যা একটা। টলিউডে এই বার্তা বারংবার উঠে এসেছে। সুদীপা-অগ্নিদেবের বিয়ে যেন সেই বার্তারই প্রকাশ। সিরিয়ালের সেটে যখন সুদীপার সাথে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম আলাপ হয়েছিল তখন তিনি ছিলেন বিবাহিত। আগের তরফে এক পুত্রসন্তান রয়েছেন অগ্নিদেবের।

তাই সেসময় বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক তৈরি হওয়ায় অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কেউ কেউ তাঁকে 'ঘর ভাঙানি' তকমা দিয়েছিলেন। যদিও এত বাধা-বিপত্তির পর আজও অটুট সুদীপা-অগ্নিদেবের বিবাহিত জীবন।

বিয়ের আগে দীর্ঘদিন একসাথে সহবাস করতেন তাঁরা। অবশেষে ২০১৭ সালে আইনি বিয়ে সারেন সুদীপা-অগ্নিদেব। এখন তাঁদের রয়েছে এক পুত্র সন্তান আদিদেব। তবে অগ্নিদেবের আগের পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায়ের সাথেও সুদীপার দারুন বন্ধুত্ব। অগ্নিদেবের জন্ম হয়েছে ১৯৬৫ সালে। অন্যদিকে সুদীপার জন্ম ১৯৮৬ সালে। অর্থাৎ হিসাব বলছে তাঁদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য ২১ বছর। তবে বয়সের ফারাক থাকলেও সুখে শান্তিতেই সংসার করছেন সুদীপা। বহুদিন হলো অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন সুদীপা । জি বাংলার রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করার পর বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন তিনি। বর্তমানে সব ছেড়ে ইদানীং সুদীপা শুরু করেছেন নিজের ব্যবসা।

You might also like!