Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Entertainment

2 years ago

Arijit Singh : এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে অরিজিতের চমক

Arijit Singh (File Picture)
Arijit Singh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ৫ ডিসেম্বর শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৯ তম বছরে এসে কী কী চমক থাকছে এবারের উৎসবে, সেই দিকেই তালিকে রয়েছেন এখন দর্শকেরা।বুধবার এই অনুষ্ঠান নিয়ে সাংএদিক বৈঠক ও অনুষ্ঠিত হয়ে গেল , এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রলীন রায়। এ ছাড়াও মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, অরিন্দম শীলের মতো চিত্র পরিচালক এবং টলিউডের কলাকুশলীরা। এ দিন ফিল্ম ফেস্টিভ্যাল লোগোর উন্মোচন করা হয়েছে। তবে এবার উদ্বোধনে থাকছেন না শাহরুখ খান। খবর সামনে এসেছিল আগেই। তবে এই মন খারাপের মাঝেই মিলল অন্য এক সুখবর, সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং এবারের অনুষ্ঠানের অংশ। চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবারের তৈরি থিম সং অরিজিৎ সিং-এর কণ্ঠে। শাহরুখ খানের সামনে রং দে তু মোহে গেরুয়া গাইবার পর জলঘোলা হয়েছিল বহু। বিভিন্ন মহলে তা নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিং-এর গলায় গান থাকাতে বেজায় খুশি ভক্তরা। শোনা যাচ্ছে উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন, সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখেরা। পাশাপাশি শোনা যাচ্ছে মহেশ ভাটের থাকার কথাও।

এ বছর সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমা। ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯টি ছবি দেখানো হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে। এ বছরের চলচ্চিত্র উৎসবের ক্যাচলাইন ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’। ফোকাস কান্ট্রি হবে স্পেন ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি, উত্তম কুমার এবং তনুজার অভিনীত ‘দেয়া নেয়া’।

You might also like!