
মুম্বই, ১১ ফেব্রুয়ারি : রেকর্ড ভেঙে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে শাহরুখ খানের পাঠান। ছবিটি মুক্তি পাওয়ার ১৭ দিনের মধ্যে সেটি আয় করেছে ৪৫০ কোটি টাকার কাছাকাছি। শনিবার টুইট করে এ কথা জানিয়েছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । শুক্রবারই শুধুমাত্র ৫.৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। শনিবার তরণ আদর্শ টুইট করে এ কথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, শাহরুখের পাঠান শনিবার ৪৫০ কোটি টাকা অতিক্রম করবে। টুইটে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ উল্লেখ করেছেন, ‘সবমিলিয়ে এ পর্যন্ত হিন্দি সংস্করণের পাঠান ছবিটি ৪৪৮.২৫ কোটি টাকা ঘরে তুলেছে। তামিল ও তেলেগু সংস্করণের পাঠান শুধু শুক্রবার ১৫ লাখ টাকা আয় করেছে। এই দুই ভাষায় ছবিটি এ পর্যন্ত ১৬.৫৫ কোটি টাকা আয় করেছে। আর হিন্দি, তামিল ও তেলেগু তিন ভাষা সংস্করণে পাঠান ছবির মোট আয় হয়েছে এ পর্যন্ত ৪৬৪.৮০ কোটি টাকা। প্রসঙ্গত পাঠান ছবিটি গত ২৫ জানুয়ারি মুক্তি পায়। তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি। বিশ্বব্যাপী ১০০ টি দেশ ও ৮৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান।
