Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan: দুরন্ত গতিতে শাহরুখ খানের পাঠান, ১৭ দিনে আয় ৪৫০ কোটি

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

মুম্বই, ১১ ফেব্রুয়ারি : রেকর্ড ভেঙে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে শাহরুখ খানের পাঠান। ছবিটি মুক্তি পাওয়ার ১৭ দিনের মধ্যে সেটি আয় করেছে ৪৫০ কোটি টাকার কাছাকাছি। শনিবার টুইট করে এ কথা জানিয়েছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । শুক্রবারই শুধুমাত্র ৫.৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। শনিবার তরণ আদর্শ টুইট করে এ কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, শাহরুখের পাঠান শনিবার ৪৫০ কোটি টাকা অতিক্রম করবে। টুইটে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ উল্লেখ করেছেন, ‘সবমিলিয়ে এ পর্যন্ত হিন্দি সংস্করণের পাঠান ছবিটি ৪৪৮.২৫ কোটি টাকা ঘরে তুলেছে। তামিল ও তেলেগু সংস্করণের পাঠান শুধু শুক্রবার ১৫ লাখ টাকা আয় করেছে। এই দুই ভাষায় ছবিটি এ পর্যন্ত ১৬.৫৫ কোটি টাকা আয় করেছে। আর হিন্দি, তামিল ও তেলেগু তিন ভাষা সংস্করণে পাঠান ছবির মোট আয় হয়েছে এ পর্যন্ত ৪৬৪.৮০ কোটি টাকা। প্রসঙ্গত পাঠান ছবিটি গত ২৫ জানুয়ারি মুক্তি পায়। তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি। বিশ্বব্যাপী ১০০ টি দেশ ও ৮৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান।

You might also like!