দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের অভিনেত্রী সারা আলি খান ঘুরতে ভালোবাসেন নানান তীর্থক্ষেত্র। একাধিকবার কেদারনাথে গিয়েছেন তিনি। প্রথম বার ছবির শুটিংয়ে, এখন যান সেই জায়গার টানে। এই মুহূর্তে নিজের পরবর্তী ছবি ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’-অর প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ছবিতে সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্প্রতি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়েছিলেন সারা। সেখানে পুজোও দেন তাঁরা দু’জনে। সমাজমাধ্যমে পোস্ট করেন ছবিও। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড়। ইসলাম ধর্মাবলম্বী হয়ে কেন মন্দিরে পা রাখছেন তিনি? ধেয়ে আসে এমন প্রশ্ন। চর্চা শুরু হয় তাঁর ধর্মাচরণ নিয়েও। সম্প্রতি এক অনুষ্ঠানে নিন্দকদের সমালোচনার জবাব দিলেন সারা।
সারা বলেন, ‘‘আমি খুব মন দিয়ে আমার কাজ করি। আমি আমার দর্শক ও অনুরাগীদের জন্যই কাজ করি। আমার খারাপও লাগবে যদি আপনারা আমার কাজ পছন্দ না করেন। তবে, ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটা আমার নিজস্ব। আমি বাংলা সাহিব, মহাকাল মন্দিরেও সেই শ্রদ্ধা নিয়েই যাই, যে শ্রদ্ধা নিয়ে আমি অজমেঢ় শরিফে যাই। আমি আমার যাওয়া বন্ধ করব না।’’