মুম্বই, ২৯ এপ্রিল : ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালো মুম্বইয়ের বান্দ্রা এলাকায়। শোরুমের আগুন ছড়িয়ে পড়ল প্রায় গোটা শপিং মলে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ক্রোমা শোরুমে আগুন লাগে। ১৫টি ইঞ্জিন নিয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহতও হননি।
এনসিপি নেতা জিশান সিদ্দিক বলেছেন, "বেসমেন্টে থাকা একটি ইলেকট্রনিক্স শোরুমে আগুন লেগেছিল, দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। প্রথমে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু দমকল কর্মীরা পর্যাপ্ত সরঞ্জামাদি পাননি।" শোরুমে লাগা আগুন মলের অন্যত্র ছড়িয়ে পড়ে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, আগুন নেভাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফ-ও।