Entertainment

1 month ago

Salman Khan threatened again: সলমন খানকে ফের খুনের হুমকি, অতি সতর্কতা অবলম্বন মুম্বই পুলিশের

Salman Khan threatened again
Salman Khan threatened again

 

মুম্বই, ৮ নভেম্বর : ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। বিগত ১০ দিনের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার খুনের হুমকি পেলেন সলমন খান। উপর্যুপরি এই হুমকির প্রেক্ষিতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার রাতে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং আবারও হুমকি ফোন আসে।

শুক্রবার সকালে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়া হয়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারলি পুলিশ মামলা দায়ের করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

You might also like!