দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামায়ণ । প্রাচীন ভারতের যে মহাকাব্যে লেখা আছে রামচন্দ্রের কথা, রাম-সীতার কাহিনি, রাবণের সীতাহরণ...রামের রাবণ বধ । বড়দের কাছে রামায়ণের গল্প শুনেই তো বেড়ে ওঠা সকলের । সময়ের সঙ্গে সঙ্গে রামায়ণের গল্প ফুটে উঠেছে পর্দায় । কখনও ছোটপর্দায়, কখনও বড়পর্দায় । তবে,আজও মানুষের হৃদয়জুড়ে ৮০-র দশকের অরুণ গোভিলের 'রামায়ণ' । ৩৬ বছর পরও, এখনও লোকমুখে ঘোরে সেই 'রামায়ণ'-এর কথা। রাম ও সীতার গল্প নিয়ে এবার বড়পর্দায় আসছেন রণবীর কাপুর । ছবি ঘোষণা হওয়ার পর থেকেই রণবীর অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে । সম্প্রতি, সিনেমাকে নিয়ে সুখবর শুনিয়েছেন রণবীর । ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন । আর, তাতেও রয়েছে চমক । নীতীশ তিওয়ারি পরিচালিত ম্যাগনাম ওপাস রামায়ণ আসছে দু'টো পার্টে । প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬ সালে দীপাবলিতে । আর দ্বিতীয় ভাগ ২০২৭-এর দীপাবলিতে মুক্তি পাবে । মেয়ে রাহার ২ বছরের জন্মদিনের দিনই বড় ঘোষণা করেছেন রণবীর । প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও ।
নীতীশের 'রামায়ণ'-এ রয়েছেন একঝাঁক তারকা । রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর । আর সীতার ভূমিকায় দক্ষিণী তারকা সাই পল্লবী । রামের অবতারে রণবীরকে কেমন লাগবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা । বিভিন্ন সময় শুটিং সেট থেকে বিভিন্ন ছবি ফাঁস হয়েছে । 'রাম'-এর অবতারে রণবীর ও সীতার সাজে সাই পল্লবীর লুকও ফাঁস হয়েছিল শুটিং সেট থেকে । সেই ছবি এখনও নেটমাধ্যমে ঘোরাফেরা করছে । বিভিন্ন রিপোর্ট বলছে, রামের ভূমিকায় অভিনয়ের জন্য যথেষ্ট কৃচ্ছ্বসাধন করতে হয়েছে রণবীরকে । রাম হয়ে ওঠার জন্য জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন । তিরন্দাজি শিখেছেন । এমনকী,বিভিন্ন রিপোর্টে এমনও বলা হয়েছে, শুটিং চলাকালীন নাকি রণবীর মদ্য, মাংস খাওয়ার থেকে বিরত রেখেছেন নিজেকে । সীতার চরিত্রেও পল্লবীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।
এতো গেল রাম-সীতার কথা । তবে, রাবণকে দেখার জন্য দর্শকরা যেন আর অপেক্ষা করতে পারছেন না । ছবি মুক্তির তারিখ ঘোষণার পর, নেটিজেনদের দাবি, এবার প্রকাশ্যে আসুক রাবণ-এর লুক । রণবীর বা সাই পল্লবী নন, 'রাবণ'যশ-কেই প্রথমে দেখতে চাইছেন নেটিজেনরা । সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে এই দাবি ।
রামায়ণ মানে যে শুধু রাম, সীতা, রাবণ নয় । রামায়ণ-এর প্রত্যেক চরিত্রই গুরুত্বপূর্ণ । জানেন কি রামায়ণ-এর বাকি চরিত্রে কারা অভিনয় করছেন ? লক্ষ্মণের চরিত্রেই বা কাকে দেখা যাবে ? নির্মাতারা এখনও ছবির গোটা কাস্ট নিয়ে কোনও ঘোষণা করেননি । তবে, বিভিন্ন রিপোর্টে রামায়ণ-এর গুরুত্বপূর্ণ চরিত্রে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের নাম উঠে এসেছে ।
রাম- রণবীর কাপুর
সীতা- সাই পল্লবী
রাবণ -যশ
লক্ষ্মণ - রবি দুবে
হনুমান - সানি দেওল
দশরথ- অরুণ গোভিল
কৌশল্যা - ইন্দিরা কৃষ্ণন
কৈকেয়ী - লারা দত্ত
মন্থরা - সীবা চড্ডা
সূর্পনখা - রকুল প্রীত সিং
বলি পাড়া সূত্রে খবর, রণবীরের রামায়ণ দেশের সবথেকে দামী অর্থাৎ বিগ বাজেটের ছবি হতে চলেছে । ছবি তৈরিতে নাকি ৮৩০ কোটি টাকা খরচ হচ্ছে । কল্কি ২৮৯৮ এডি, আদিপুরুষ, আরআরআর-কেও ছাপিয়ে গিয়েছে নীতীশের সিনেমা । জানা গিয়েছে, মুম্বইয়ে ১৩টি সেট ডিজাইন করেছেন নির্মাতারা । অযোধ্যাকে নিঁখুতভাবে তুলে ধরাই উদ্দেশ্য । উন্নত মানের VFX ব্যবহার করা হবে সিনেমায় । কাস্টিং থেকে ভিস্যুয়াল এফেক্ট সব কিছুকে ছাপিয়ে যাবে বলে দাবি করছেন নির্মাতারা । জানেন কি, বিগ বাজাটের ম্যানাম ওপাস-এ অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন রণবীর, সানি দেওলরা ?
রণবীর
বিভিন্ন রিপোর্ট বলছে, ছবির এক একটি পর্বে অভিনয়ের জন্য ৭৫ কোটি টাকা করে নিচ্ছেন রণবীর
সাই
সাধারণত একটি ছবিতে অভিনয় করতে আড়াই থেকে তিন কোটি টাকা পারিশ্রমিক নেন সাই পল্লবী । তবে, রামায়ণ-এ নাকি প্রতি পর্বে ৬ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী
যশ
রাবণ-এর ভূমিকায় অভিনয় করতে প্রতি পর্ব পিছু ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন যশ
এখনও পর্যন্ত তিনজনের পারিশ্রমিকের খবরই সামনে এসেছে । বাকি তারকাদের পারিশ্রমিক কত,এখনও তা জানা যায়নি ।
উল্লেখ্য, রামায়ণ-এর শুটিংয়ের প্রথম দিকে কম বাধা আসেনি । অর্থের কারণে নাকি প্রায় বন্ধ হতে বসেছিল এই ছবির শুটিং। রামায়ণের স্বত্ত্ব নিয়ে দুই প্রযোজনা সংস্থার মধ্যেও বিবাদ তৈরি হয় । তবে, সব বাধা পেরিয়ে রামায়ণ-এর শুটিং চলছে । জানা গিয়েছে, ২০২৫ সালে । তারপর পোস্ট প্রোডাকশনের কাজ চলবে ৬০০ দিন ধরে ।
৩৬ বছর পরও, এখনও লোকমুখে ঘোরে অরুণ গোভিলের রামায়ণের কথা। নীতীশ-এর রামায়ণ কি পারবে মানুষের মনে দাগ কাটতে ? ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে দর্শকদের ।