Entertainment

1 year ago

Shakuni Mama Hospitalized In Critical Condition: আশঙ্কাজনক অবস্থা 'শকুনি মামা'-র, গুফির আরোগ্য কামনায় ভক্তরা

Gufy Pental Actor & Director
Gufy Pental Actor & Director

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহাভারতের শকুনি মামার চরিত্রে অভিনেতা গুফি পেন্টালকে নিশ্চয়ই সকলের মনে আছে। একাধিক রিপোর্ট মোতাবেক তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থা সংকটজনক বলেই সূত্রের খবর। যদিও অভিনেতার পরিবারের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করেনি।

জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনা ঘাই তাঁর ফেসবুক পেজে গুফি পেন্টালের অসুস্থতার খবর শেয়ার করেছেন। তিনি ফেসবুক পেজে গুফির একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'গুফি পেন্টালজি সমস্যার মধ্যে রয়েছেন। সকলে ওঁর জন্য প্রার্থনা করুন।' হ্যাশট্যাগে লেখা ওম সাই রাম।

বুধবার রাতে শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উল্লেখ্য, পরিচালক বিআর চোপড়ার মহাভারতে শকুনি মামার চরিত্রে অভিনয় করেছিলেন গুফি পেন্টাল।ওই চরিত্রে অভিনয়ের পর দর্শকের দরবারে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি দু-একটি ছবি পরিচালনার কাজও করেছেন। তাঁর নির্দেশনায় তৈরি হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু।

You might also like!