দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিশ্বের সবথেকে ধনবান ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তাঁর পত্নী হচ্ছেন নীতা। নানা গুনের অধিকারী মুকেশ পত্নী। প্রায় প্রতিদিনই কিছু না কিছুর জন্য শিরোনাম উঠে আসেন তিনি। ৬০ বছর বয়সেও যেমন নীতার শরীরে তারুন্যে ছাপ তেমনি সমস্ত ক্ষেত্রে খুবই অ্যাকটিভ তিনি।
স্বামী মুকেশ, দুই ছেলে ও দুই বউমা নিয়ে সুখে ভরা সংসার নীতার। মুম্বাইয়ের বিলাস বহুল বাড়ি অ্যান্টিলিয়ায় তাঁদের দেখা শোনা করার জন্য রয়েছ ৬০০ জন কর্মচারী। তারা বাড়ির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, এবং অন্যান্য দৈনন্দিন কাজের দায়িত্ব পালন করেন। সাধারনত, ম্যাডাম বা মিস নামেই ডাক কথা কর্মচারীদের। তবে নীতার ক্ষেত্রে তেমনটা ঘটেনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতা জানান, ম্যাডাম বা মিসেস নয় বরং তাঁকে বৌদি বলেই সম্বোধন করেন তাঁর বাড়ির কর্মচারীরা। আর এই খবর সামনে আসতেই অবিশ্বাস বলে মনে করেন কেউ কেউ। অনেকের দাবি, এত খ্যাতনামা মানুষকে এত সাধারনভাবে ডাকা যায় কিভাবে!