মুম্বই, ২৭ জুলাই : অক্ষয় কুমারের নতুন ছবি ''ওহ মাই গড ২'' নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকলেও ছবি মুক্তির আগেই ছবি নিয়ে শুরু হয় নানা সমস্যা। তবে, এবার এই ছবি নিয়ে প্রকাশ্যে নতুন খবর । সেন্সরবোর্ড এই ছবির মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে, আর তারপর ''এ'' সার্টিফিকেট দেওয়া হয়েছে এই ছবিকে ।
এই ছবির প্রথম ভাগ সাফল্য পেয়েছিল বক্সঅফিসে । দর্শকদের প্রতিক্রিয়া দেখার পরেই, এই ছবির সিক্যুয়ালের পরিকল্পনা করেন নির্মাতারা । সেই মতো মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার অভিনীত ওহ মাই গড ২ । অক্ষয় কুমার, ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ''ওহ মাই গড ২'' নিয়ে শুরু থেকে একাধিক বিতর্ক জারি । ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে । তবে, এবারের পোস্টারে শিবের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।
উল্লেখ্য়, ২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। মুক্তির সময় তো বটেই, তারপরেও বছরের পর বছর ধরে এই ছবি বারবার প্রশংসিত হয়েছে। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে ছবির মুক্তির তারিখ এল প্রকাশ্যে। ১১ আগস্ট ২০২৩ সালে মুক্তি পাবে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়।