Country

6 hours ago

Nayab Singh Saini: অরবিন্দ কেজরিওয়াল মিথ্যার দোকান খুলেছেন : নয়াব সিং সাইনি

Nayab Singh Saini
Nayab Singh Saini

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তাঁর কথায়, অরবিন্দ কেজরিওয়াল মিথ্যার দোকান খুলেছেন।  হরিয়ানার পঞ্চকুলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইনি বলেছেন, "নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য কেজরিওয়াল মিথ্যা বলেন। যে মানুষটি দিল্লির মানুষের সেবা করার সংকল্প নিয়েছিলেন, তিনি নিজের সেবাই করেছেন। তিনি অনুভব করতে শুরু করেছেন যে, দিল্লির মানুষ তাঁর কথা শুনবে না। তিনি কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি। বরং তিনি জনগণকে হয়রানি করেছেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছেন। মানুষ এটা বুঝতে পেরেছে।"

বিরোধীদের ইন্ডি জোটের সমালোচনা করে নয়াব সিং সাইনি বলেছেন, "আপনি যদি ইন্ডি জোটের মুখের দিকে তাকান, তাঁরা সবাই দুর্নীতিতে লিপ্ত। তাঁদের সবার গায়েই দাগ আছে। তাই, তাঁরা জোট গঠন করতে লজ্জিত নয়। তাঁরা একই মুদ্রার দুই দিক। তাঁরা একে অপরের জন্য লজ্জিত নয়...তাঁরা নিজেদের রক্ষার জন্য জোট বাঁধে।"


You might also like!