নয়াদিল্লি, ৮ নভেম্বর : দিল্লিতে যমুনার জলের দূষণ নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে, পুরোপুরি কালো জলে ভেসে বেড়াচ্ছে সাদা ফেনা। রাজধানীতে যমুনার জলে শুক্রবারও দূষণের ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। শুক্রবারই ছিল ছটপুজোর অন্তিম দিন, এদিন ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর যমুনার জলে আস্থার পুণ্যস্নান করেন ভক্তরা। কিন্তু, যমুনার এই দূষিত জল চিন্তা বাড়াচ্ছে।
বিগত কয়েকদিনের মতো শুক্রবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে। শুক্রবার সকালেও রাজধানী দিল্লি ছিল ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন। এই বায়ুদূষণের মধ্যেই দিন দিন যমুনা নদীর জল দূষিত হয়ে উঠছে। এদিন সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায় যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।