দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সংবাদ সংস্থার কাজ হল সংবাদ স্পষ্টভাবে ও সত্যতার ভিত্তিতে উপস্থাপন করা। এই মন্তব্য করলেন হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান অরবিন্দ ভালচন্দ্র মার্ডিকার। তাঁর কথায়, স্পষ্টভাবে ও সত্যতার ভিত্তিতে খবর উপস্থাপন আনুগত্যের পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার উপর প্রভাব ফেলে, তবেই জনসাধারণ যে কোনও বিষয় এবং পরিস্থিতি বুঝতে সক্ষম হবেন। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা নিয়ে হিন্দুস্থান সমাচার একই ধরনের ভালো কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থা জনসাধারণের কাছে স্পষ্টভাবে সংবাদ উপস্থাপন করেছে এবং এতে প্রমাণগুলিকে বিশিষ্ট স্থান দিয়েছে। উত্তর প্রদেশের বারাণসীতে আয়োজিত ভাষাগত কলা সঙ্গম-২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করে তিনি বলেছেন, কোনও সংবাদ লেখার ক্ষেত্রে আমরা একটি পক্ষ হতে পারি। কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না। তরুণ প্রজন্মকে উপদেশ দিয়ে তিনি বলেন, এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় এতটাই প্রভাবিত যে তারা এটাকে সত্য বলে মেনে নেয়। এর বাইরে সত্য অনুসন্ধানের কোনও ইচ্ছা তাদের নেই। এই বিপজ্জনক পরিস্থিতিতে, প্রতিটি খবরের গভীরে গিয়ে সত্যতা তুলে ধরার জন্য সংবাদ সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, অরবিন্দ মার্ডিকার তাঁর ভাষণে হিন্দুস্থান সমাচারের উন্নয়ন যাত্রার উপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতীয় ভাষায় খবরের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে হিন্দুস্থান সমাচার প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রচেষ্টার ফলস্বরূপ, এখন আমরা ১২টি ভাষায় সংবাদ পরিবেশন করছি।