Country

1 week ago

Narendra Modi :জল সংরক্ষণ শুধু নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  জল সংরক্ষণ শুধুমাত্র একটি নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "জল সংরক্ষণের মধ্যে যেমন উদারতা আছে তেমনই দায়িত্বও আছে। ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের মূল্যায়ন করবে, তখন জলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হবে তাঁদের প্রথম প্যারামিটার। এটাই জীবনের প্রশ্ন, এটাই মানবতার ভবিষ্যতের জীবন।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভার্চুয়ালি গুজরাটে 'জল সঞ্চয় জন ভাগিদারি' উদ্যোগের সূচনা করেন।

জল সংরক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জল সংরক্ষণ নিছক একটি নীতিগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক উৎসর্গেরও বিষয়। জল এবং নদীর নামে এর আগেও, কয়েক দশক ধরে, ১০০০ কোটি টাকার প্রকল্প এসেছে, কিন্তু আমরা শুধুমাত্র গত ১০ বছরে ফলাফল দেখতে পেয়েছি।


You might also like!