Country

8 months ago

Modi may take oath: ৭ লোককল্যাণ মার্গে বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ৮ জুন শপথের সম্ভাবনা মোদীর

The Union Cabinet met on 7 Lok Kalyan Marg, Modi is likely to be sworn in on June 8
The Union Cabinet met on 7 Lok Kalyan Marg, Modi is likely to be sworn in on June 8

 

নয়াদিল্লি, ৫ জুন: অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী দিন, বুধবার বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার সকালে ৭ লোককল্যাণ মার্গে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বৈঠকে সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে জানা যাচ্ছে, আগামী ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই দিনই এনডিএ সরকার গঠন হতে পারে।

এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। এনডিএ শরিকদের সঙ্গেই সরকার গঠন করতে হবে বিজেপিকে। বিজেপি অষ্টাদশ লোকসভা নির্বাচনে ২৪০টি আসনে জিতেছে, কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে, সমাজবাদী পার্টি জিতেছে ৩৭টি আসনে, তৃণমূল কংগ্রেস জিতেছে ২৯টি আসনে, জেডিইউ জিতেছে ১২টি আসনে। এনডিএ-র ঝুলিতে রয়েছে ২৯৪টি আসন।

You might also like!