Country

3 months ago

Amit Shah:কংগ্রেস ও এনসি-র শাসনকালে সন্ত্রাস বেড়েছে জম্মু ও কাশ্মীরে : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারে ফের কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  জম্মুর সুরানকোটে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, "কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স এখানে ৩৫ বছর রাজত্ব করেছে, সন্ত্রাস বেড়েছে, ৪০ হাজার মানুষ মারা গিয়েছেন, জম্মু ও কাশ্মীর অন্ধকারে নিমজ্জিত ছিল... এর জন্য আপনারা (কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স) দায়ী। "

অমিত শাহ আরও বলেছেন, "ভারতীয় জনতা পার্টি শুধু চাকরিতেই নয়, পাহাড়ি, গুর্জার এবং বাকরওয়াল সম্প্রদায়ের জন্য পদোন্নতির ক্ষেত্রেও সংরক্ষণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওমর সাহেব, সুরানকোটের পবিত্র পাহাড় থেকে বলছি, যা খুশি কর, কিন্তু আমার পাহাড়ি ভাই-বোনদের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না!"

অমিত শাহ বলেছেন, "আমার কথা লিখে রাখুন, ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির সরকার ক্ষমতায় আসবে না। তাদের অপশাসনে জম্মু ও কাশ্মীরের যুবকরা ছিল মজবুর (অসহায়), কিন্তু আমরা তাদের মজবুত (ক্ষমতাপ্রাপ্ত) বানাচ্ছি!"


You might also like!