নয়াদিল্লি, ৫ জুলাই : দিল্লি সফরের দ্বিতীয় দিন, শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। শুক্রবার সকালে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নাইডু, উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়ে থাকতে পারে। রাজনাথ সিং ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নাইডু।
শুক্রবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন চন্দুবাবু নাইডু। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করেছেন চন্দ্রবাবু নাইডু।