বাহরাইচ, ২ সেপ্টেম্বর : দুই মানুষখেকো নেকড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে উত্তর প্রদেশের বাহরাইচের তরাই অঞ্চলে। ৪টি নেকড়ে ধরা পড়লেও, দুই নেকড়েকে এখনও ধরতে পারেনি বন দফতর। ফলে নেকড়ের আতঙ্ক বিরাজ করছে বাহরাইচে! এরইমধ্যে রবিবার গভীর রাতে মানুষখেকো নেকড়ের হামলায় ৩ মাসের একটি শিশুকন্যা ও দুই মহিলা আহত হয়েছেন। এছাড়াও রবিবার গভীর রাতে বাহরাইচের বারবিঘা হার্দি থানা এলাকার বাসিন্দা ৭ বছর বয়সী একটি বালক ও এক মহিলাও নেকড়ের হামলায় আহত হয়েছেন।
সিএইচসি ইনচার্জ মাহাসি সোমবার বলেছেন, রবিবার গভীর রাতে নেকড়ের আক্রমণে তিন বছর বয়সী এক শিশুকন্যা ও দুই মহিলা আহত হয়েছেন। বাহরাইচের ডিএম মনিকা রানী বলেছেন, "আমরা ৪টি নেকড়ে ধরেছি, দু'টি বাকি আছে... আমাদের দল ক্রমাগত টহল দিচ্ছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব নেকড়ে দু'টি ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমি লোকজনকে ঘরের ভিতরে ঘুমাতে অনুরোধ করছি... একটি ২.৫ বছর বয়সী শিশু একটি নেকড়ের হামলায় আক্রান্ত হয়েছে...আমি এখানকার লোকজনকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি।