Country

4 months ago

NF Rail :লামডিং রেলওয়ে স্টেশনের সুরক্ষামূলক পরিদর্শন এনএফ রেলের জিএম-এর

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ডিভিশনের পরিচালনমূলক দক্ষতা, পরিকাঠামোমূলক উন্নয়ন এবং সামগ্রিক কর্মক্ষমতার মূল্যায়ন করতে আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব লামডিং রেলওয়ে স্টেশনের সুরক্ষামূলক যাবতীয় বিষয়ের পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন হেড কোয়ার্টার ও ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা।

যে কোনও হুমকির মোকাবিলায় জওয়ানদের প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করতে লামডিঙে রেলওয়ে প্রটেকশন স্পেশাল ফোর্স (আরপিএসএফ)-এর প্রথম ব্যাটালিয়নের ঘাঁটিতে উপস্থিত হয়ে পরিদর্শনের সূচনা করেন জিএম চেতন কুমার শ্রীবাস্তব। এর পর তিনি লামডিং রেলওয়ে স্টেশনে ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট ডেমু শেড ও পিট লাইন পরিদর্শন করেন। তিনি ডেমু ট্রেনের একটি নতুন রেকও পরিদর্শন করেন যা একটি নিউ কালার স্কিমের সাথে চালু করা হয়েছে।

নিউ কালার স্কিম রক্ষণাবেক্ষণের সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। ট্র্যাক পরিকাঠামোর দেখভাল ও সুরক্ষিত ট্রেন পরিচালন নিশ্চিত করতে তিনি রেল ও ওয়েল্ড পরীক্ষার জন্য দায়বদ্ধ আল্ট্রাসনিক ফ্ল ডিটেকশন (ইউএসএফডি) টিমের সাথে বার্তালাপ করে টার্নআউট রক্ষণাবেক্ষণে নিয়োজিত পার্মানেন্ট ওয়ে (পি ওয়ে) গ্যাং-এর সাথে আলোচনা করেছেন।

এর পর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর কার্যালয়ে ডিভিশনাল আধিকারিকদের সাথে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত করেন জিএম। তিনি ডিভিশনের কর্মদক্ষতার পর্যালোচনা করে পরিষেবা ও সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে কর্মীদের উৎসাহিত করেন। এছাড়া তিনি লামডিং স্টেশনে চলমান উন্নয়নমূলক কাজ এবং যাত্রী সুবিধা ও স্টেশন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।

লামডিং-হোজাই সেকশনের রিয়ার উইন্ডো ট্রেলিং পরিদর্শন, ট্র্যাকের অবস্থা এবং সেকশনটির সামগ্রিক পরিচালনমূলক কর্মক্ষমতার মূল্যায়ন করেছেন জিএম। পরিচালনমূলক উৎকৃষ্টতা বজায় রাখা এবং যাত্রীদের প্রতি পরিষেবার মান উন্নতির ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতি জিএম-এর এই ব্যাপক পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত হয়েছে। জিএম সমস্ত কর্মীর কর্মপ্রচেষ্টার প্রশংসা করে এই অঞ্চলে রেল পরিষেবার উন্নয়নে ক্রমাগত সহায়তার আশ্বাস দিয়েছেন।

You might also like!